গাজীপুরের কালিয়াকৈরে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে মারা যান। সকালে তাদের বাড়িতে লাশটি দাফন করেন। তিনি হলেন কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার আব্দুল রশিদ হাওলাদারের স্ত্রী রাজিয়া বেগম (৫০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিড কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উপজেলায় গত ২৪ ঘন্টায় ২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫ জনের করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে শুক্রবার সকালে রাজেয়া বেগম নামে একজন মৃত্যুবরন করেন। এই নিয়ে করোনায় মৃত্যু হলো ১২ জন।
বিডি প্রতিদিন/আল আমীন