করোনায় আক্রান্ত হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল। ৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ সংক্রান্ত রিপোর্ট আসে। এড. চন্দন কুমার পাল ৭ ফেব্রুয়ারি করোনার টিকা নিয়েছিলেন। আর ৮ এপ্রিল বৃহস্পতিবার তিনি দ্বিতীয় ধাপের টিকা গ্রহণ করেন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কর্তা ডা. মোবারক হোসেন শনাক্তের কথা নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, চন্দন কুমার পাল বর্তমানে শহরের পুরাতন গরুহাটি এলাকার নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনি সুস্থ রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৪ জন, যা বছরজুড়ে নমুনা পরীক্ষার ৬.৭১ । তবে গত এক সপ্তাহ ধরে মোট পরীক্ষার শতকরা ২৪ ভাগ আক্রান্তের খবর দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সুস্থ হয়েছেন ৫৮৫ জন, যা মোট আক্রান্তের ৯৩.৮ ভাগ। মারা গেছে ১৩ জন।
বিডি প্রতিদিন/আল আমীন