মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকার বাসিন্দা, ব্যবসায়ী খায়রুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার সকালের দিকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বেশ কয়েকদিন আগে তিনি করোনায় আক্রান্ত হন। এ সময় তাকে তার পরিবারের লোকজন কুয়েত মৈত্রী হাসপাতাল হাসপাতালে ভর্তি করেন।
শুক্রবার সকালের দিকে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের স্ত্রী দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। মরহুমের মরদেহ মেহেরপুরে পৌঁছার পর দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/আল আমীন