করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শেরপুর আদালতের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন। শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মোবারক হোসেন।
মোহাম্মদ আল মামুন এখন ঢাকায় অবস্থান করছেন। তিনি জানান, সামান্য নাক বন্ধ ও শরীর ব্যথা ছাড়া তেমন কোনো উপসর্গ নেই।
তিনি আরও জানিয়েছেন, গত সপ্তাহে স্ত্রী ইডেন কলেজের অধ্যাপক সানজিদা নাছরিন, দুই ছেলে ও কাজের মেয়েসহ সবাই করোনায় আক্রান্ত হয়েছেন। স্ত্রীর সামান্য শ্বাসকষ্ট ছাড়া পরিবারের আর কারও তেমন সমস্যা নেই। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই আদালতের পিপি এড. চন্দন কুমার পাল করোনায় আক্রান্ত হন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন