চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসলোশেন ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার তাদের ব্যক্তি মৃত্যু হয়।
মৃতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামের রহিমা খাতুন (৭৫), শহরের ব্যাংক কলোনীর বাসিন্দা মনির চৌধুরী (৫৯) ও হাইমচরের আলগী বাজার এলাকার কমলাপুর গ্রামের তাজুল ইসলাম (৭০)।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ঈসা রুহুল্লা বলেন, মৃত ব্যক্তিদের মধ্যে ৩ এপ্রিল তাজুল ইসলাম, ৭ এপ্রিল রহিমা খাতুন ও মনির চৌধুরী ভর্তি হন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ বাড়ি পৌঁছানো, কাফন ও দাফনের ব্যবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত