কুমিল্লার লাকসামে করোনা উপসর্গ নিয়ে সাজেদা আক্তার সাজু (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই নারী পৌর শহরের পূর্ব লাকসামের বাসিন্দা।
প্রতিবেশীরা জানান, সাজেদা আক্তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। এরই মধ্যে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে বুধবার স্বজনরা তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
লাকসাম উপজেলা মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন জানান, ওই নারীর মৃত্যুর বিষয়ে কেউ উপজেলা স্বাস্থ্য বিভাগকে অবহিত করেনি।
তিনি জানান, শুক্রবার উপজেলায় আরো ১২টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে তিনজনের পজিটিভ ও ৯ জনের নেগেটিভ। আক্রান্তদের মধ্যে ৮৬ বছর বয়সী এক বৃদ্ধা লাকসামের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া অন্য আক্রান্ত ২ জনের মধ্যে ৫৭ বছর বয়সী পুরুষ ও ২৮ বছর বয়সী নারী রয়েছেন। ২ জনই পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম জানান, উপজেলায় এখন পর্যন্ত ২৮৪৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ২৭৯৯টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৫৭৭ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ২২২২টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো প্রক্রিয়াধীন রয়েছে ৪৯টি নমুনার রিপোর্ট।
এখানে করোনায় মৃত্যুবরণ করেছেন সর্বমোট ১৬ জন। ইতিমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০৮ জন। অন্য ৫৩ জনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
বিডি প্রতিদিন/এমআই