করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তাকে নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে আরএসএস’র পক্ষ থেকে শুক্রবার রাতে টুইট করে জানানো হয়েছে।
ওই টুইটে বলা হয়েছে, কোভিডের সাধারণ উপসর্গ রয়েছে ভাগবতের। তাকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার চিকিৎসা চলছে।
গত বুধবার বার কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ভাগবত। ওই একই দিনে টিকা নিয়েছিলেন আরএসএস-এর সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি জোশীও। নাগপুরের ক্যান্সার ইনস্টিটিউট থেকে কোভিড টিকার প্রথম ডোজ নেন তারা। কিন্তু শুক্রবার রাতে জানা যায়, মোহন করোনা আক্রান্ত।
বিডি প্রতিদিন/এমআই