১০ এপ্রিল, ২০২১ ১৬:২৫

ধামরাইয়ে ব্যাপক হারে বাড়ছে করোনা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে ব্যাপক হারে বাড়ছে করোনা

দেওয়া হচ্ছে করোনার টিকা

ঢাকার ধামরাইয়ে ব্যাপক হারে থাবা বসিয়েছে করোনা। এমপি বেনজীর আহমদ, মেয়র গোলাম কবির ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. নুর রিফফাত আরাসহ প্রায় ৮শ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে মেয়র গোলাম কবিরসহ ৬৭০ জন সুস্থ হয়েছেন। আর এমপি বেনজীর আহমদসহ অন্যরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে। এ পর্যন্ত ধামরাইয়ে মারা গেছেন ৮ জন। আর এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছে ১১৮৮০ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন পৌরসভার মেয়র গোলাম কবিরসহ প্রায় দেড়শ' জন।

ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির জানান, ধামরাইয়ে ব্যাপক হারে করোনা বাড়ছে। দ্রুত জনগণ সচেতন না হলে তা আরও কঠোর আকার ধারন করতে পারে। তাই তিনি কঠোর লকডাউনের মাধ্যমে ধামরাইবাসীকে এ মহামারির হাত থেকে রক্ষার দাবি জানান।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর