কুমিল্লায় প্রতিদিনই করোনায় আক্রান্তের পরিমাণ বাড়ছে। গত ১১ দিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০জন। কুমিল্লা জেলায় সংক্রমণ শনাক্তের হার ২৮ দশমিক ৭ শতাংশ। জেলায় মৃত্যুর হার ২ দশমিক ৯ শতাংশ, যেখানে সারা বাংলাদেশে গড় মৃত্যুর হার ১ দশমিক ৪ শতাংশ।
অন্যদিকে কুমিল্লায় সুস্থতার হার ৮৪ দশমিক ২৮ শতাংশ, যা সারাদেশের তুলনায়ও বেশি। মঙ্গলবার নগরীর টাউনহলে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. মহিউদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যরা।
বিডি প্রতিদিন/আবু জাফর