ভারতে একদিনে মহামারী করোনাভাইরাসের সংক্রমণে ফের রেকর্ড হয়েছে। একদিনে সংক্রমণ ছাড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার। গত বছরের ১৮ অক্টোবরের পর করোনায় আক্রান্ত হয়েছে একদিনে সর্বোচ্চ মৃত্যুরও রেকর্ড হয়েছে।
আজ বুধবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত তথ্য মতে, এর আগের ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৩৭২ জন এবং মারা গেছে ১ হাজার ২৭ জন। এ নিয়ে মারা গেছে মোট ১ লাখ ৭২ হাজার ৮৫ জন।
ভারতে বর্তমানে সক্রিয় করোনা সংক্রমণের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। আজ বুধবার পর্যন্ত ভারতে করোনায় সংক্রমিত হয়েছে মোট ১ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৮২৫ জন।
বিডি প্রতিদিন/ফারজানা