রাজবাড়ীতে নতুন করে আরও ৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার এক রোগী মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৮৩৭ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয় ৩৫ জন মৃত্যুবরণ করেছে।
আজ বুধবার রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় এ তথ্য প্রকাশ করেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ২৮ জন, পাংশা উপজেলায় ৬ জন, কালুখালী উপজেলায় ১জন এবং গোয়ালন্দ উপজেলায় ১ জন রয়েছেন। তবে গত ২৪ ঘন্টায় বালিয়াকান্দিতে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে ১৮৪ জনের নমুন সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছিলো। সেখান থেকে নতুন ৩৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১০ জন রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। রাজবাড়ীতে করোনায় আক্রান্ত মোট রোগীর মধ্যে ৩ হাজার ৫৩২জন সুস্থ্য হয়ে স্বাভবিক জীবন যাপন করছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার