১৪ এপ্রিল, ২০২১ ১৬:১০

শের-ই বাংলা মেডিকেল কলেজে রেকর্ড ৪৭.৩১ ভাগ করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শের-ই বাংলা মেডিকেল কলেজে রেকর্ড ৪৭.৩১ ভাগ করোনা শনাক্ত

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা মোট পরীক্ষার ৪৭.৩১ ভাগ। গত বছরের ৮ মে শের-ই বাংলা মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর এই প্রথম করোনা সংক্রামনের হার ৪০ এর উপরে (৪৭.৩১ ভাগ) উঠেছে। এর আগে গত ৭ এপ্রিল এই পিসিআর ল্যাবে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ ভাগ করোনা শনাক্ত হয়। পিসিআর ল্যাব ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. একেএম আকবর কবির এই তথ্য নিশ্চিত করেছেন।  

এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯জন। গত ২৪ ঘণ্টায় নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১জন রোগী। 

বুধবার দুপুর পর্যন্ত এই হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৫০ জন রোগী। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩৮ জনের। 

হাসপাতালের পরিচালক কার্যালয়ের করোনা তথ্য সংরক্ষক জে. খান স্বপন এই তথ্য নিশ্চিত করেছেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর