নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৯ জনে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪২ জন।
বেগমগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে (৩৯) বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। সদরের অশ্বদিয়া ইউনিয়নে করোনা উপসর্গে মারা গেছেন আবু সুফিয়ান (৬৫) নামের একজন।
বৃহস্পতিবার সকালে করোনা তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি বলেন, বেগমগঞ্জে করোনা পজিটিভ ওই ব্যক্তি পুরুষ ঢাকার সেলিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা গেছেন। আর গত ১২ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে কভিড হাসপাতালে ভর্তি হওয়ায় আবু সুফিয়ান বুধবার দুপুর সাড়ে ১২টায় মারা যান।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন