করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব আবুল খায়ের মো. মারুফ হাসান।
বৃহস্পতিবার ভোর ৬টায় বাংলাদেশ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সেলিম হোসেন জানান, গত ৭ এপ্রিল বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২তম ব্যাচের সদস্য আবুল খায়ের মারুফ হাসান করোনার উপসর্গ নিয়ে বাংলাদেশ পুলিশ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৬টায় মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন