করোনার (কোভিড-১৯) টিকার দুটি ডোজ একই কেন্দ্র থেকে না নিলে এর সনদ পেতে সমস্যা হবে। স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে অধিদফতরের বক্তব্য হলো, এই মুহূর্তে টিকাকেন্দ্র বদলানোর সুযোগ নেই। প্রথম ডোজ টিকা যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজও সেই কেন্দ্র থেকে নিতে হবে।
কারণ হিসেবে সংস্থাটি বলছে, দ্বিতীয় ডোজ নেওয়ার সময় কেন্দ্র পরিবর্তন করাটা চ্যালেঞ্জিং। এ ক্ষেত্রে সফটওয়্যারের ওপর চাপ বাড়বে।
টিকাকেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নেই জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে বলছিলেন, ‘প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ নিতে ১২ সপ্তাহ পর্যন্ত নেওয়া যায়। এখনই কেন্দ্র পরিবর্তন করাটা একটু চ্যালেঞ্জিং। সফটওয়্যারের ওপর চাপ পড়বে।’
সনদ পেতে সমস্যা হবে
তিনি বলেন, ‘অফিসিয়ালি কেন্দ্র পরিবর্তন না করলে পরে টিকার সনদ পেতে সমস্যা হবে। এ কারণে আমরা এখন এ নিয়ে কিছু করছি না। যদি দেখি, লকডাউন বেশি লম্বা হয়ে যাচ্ছে, তখন এ নিয়ে কাজ করব। আপাতত ১২ সপ্তাহ পর্যন্ত টিকা দেওয়ার সুযোগ আছে, তখন পর্যন্ত অপেক্ষা করতে পারি। এর মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে গেলে, সবাই নিজ নিজ কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ নেবেন।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ