ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে ইসরাইল জোয়ার্দ্দার (৬৫) নামের এক চা দোকানির মৃত্যু হয়েছে। সে শৈলকুপা উপজেলার পুরাতন মালিথিয়া গ্রামের মৃত ইয়ানত জোয়ার্দ্দারের ছেলে।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান জানান, ইসরাইল জোয়ার্দ্দার বাড়িতে অসুস্থ হওয়ার পর প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে করোনা রিপোর্ট টেষ্ট করা হলে পজেটিভ আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। এরপর বাড়িতে তার মৃতদেহ আসলে ইসলামিক ফাউন্ডেশন গঠিত (ইফা) কমিটি বিকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন কাজ সম্পন্ন করে।
এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৭৫ জন মৃত ব্যক্তির লাশ দাফন করলো ইফা গঠিত কমিটি।
বিডি প্রতিদিন/এ মজুমদার