ভারতে কারও বয়স ১৮ বছর বয়স নিতে পারবেন করোনার টিকা। এই কার্যক্রম আগামী ১ মে থেকে শুরু হচ্ছে। আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে একটি পুনর্মূল্যায়ণ বৈঠক করেন মোদি। বৈঠকে তিনি বলেন, ভারতের বেশিরভাগ মানুষকে যাতে অল্প সময়ের মধ্যে টিকা দেওয়া যায়, এর জন্য গত এক বছর ধরেই চেষ্টা চালচ্ছে কেন্দ্র। এ ব্যাপারে ইতোমধ্যেই রেকর্ড গতিতে এগিয়েছে দেশ।
তিনি তৃতীয় পর্যায়ের টিকা কর্মসূচিতে ১৮ বছর বয়সী থেকে শুরু করে তার বেশি বয়সীদের টিকার আওতায় আনার নির্দেশনা দেন।
ভারতে গত ১৬ জানুয়ারি থেকে টিকা কর্মসূচি শুরু হয়। প্রথম পর্যায়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের টিকা দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে ১ এপ্রিল থেকে টিকা নেওয়ার সুবিধা উন্মুক্ত করা হয় পঁয়তাল্লিশোর্ধ্ব নাগরিকদের জন্য।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ