দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৩০৫ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯৫৫ জনের। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জনে।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৫৮টি ল্যাবে ২৮ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৪ লাখ ২৩ হাজার ৭৩০টি নমুনা।
বিডি প্রতিদিন/এমআই