চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮০ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৪৯ হাজার ৯০৫ জন। এসময়ে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। শুক্রবার (৩০ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে থেকে এসব তথ্য পাওয়া যায়।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ১৮০ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৩৩ জন এবং উপজেলায় ৪৭ জন। করোনায় মৃত্যুবরণ করা ৪ জনের মধ্যে ৩ জন নগরের বাসিন্দা। এ পর্যন্ত মোট ৫২০ জনের মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির