বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেক জায়ান্ট মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, টিকা স্বাস্থ্য ক্ষেত্রে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য সর্বোচ্চ সাবধানতা প্রয়োজন। আর বিশ্বের এমন অনেক টিকা প্রস্তুতকারী কোম্পানি আছে যারা সেই সাবধানতা অবলম্বন করে না। ফলে গোটা বিশ্বে সবার কাছে করোনা টিকার ফর্মুলা উন্মু্ক্ত হওয়া উচিত নয়।
এক টিভি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, যে সব কোম্পানি বা সংস্থার কাছে টিকা উৎপাদনের সঠিক পরিকাঠামো এবং অনুমতি রয়েছে তারা কেউ বসে নেই। সবাই করোনার টিকা তৈরি করছে। কিন্তু তার বাইরে গিয়ে যথেচ্ছ ভাবে যদি টিকা উৎপাদন শুরু হয় তবে এর উদ্দেশ্যই ব্যর্থ হবে।
কিন্তু কেন বিল গেটস এই মত পোষণ করছেন তারও ব্যাখ্যা দিয়েছেন ওই টিভি সাক্ষাৎকারে। মূলত তিনি বলতে চেয়েছেন, যদি যত্রতত্র গজিয়ে ওঠা টিকা প্রস্তুতকারি কোম্পানিগুলোর হাতে এই ফর্মুলা গিয়ে পড়ে তাহলে টিকার নিরাপত্তাই বিঘ্নিত হবে। অর্থাৎ টিকার মান বজায় থাকবে না। এতে বিপদ আরও বাড়বে। বিষয়টি খুবই সিরিয়াস। সূত্র : সংবাদ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/শফিক