কুমিল্লার লাকসামে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬৯ জন। এসময় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও একজন। এ নিয়ে উপজেলায় মৃত্যুবরণ করেছেন ২৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫২৮ জন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন জানান, উপজেলায় শনিবার (১ মে) ৪০টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ১০ জনের পজিটিভ ও অন্য ৩০টি রিপোর্ট নেগেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে ৯ জন নতুন ও অন্য একজনের দ্বিতীয় নুমনায় পজিটিভ এসেছে। এদিকে, করোনায় আক্রান্ত হয়ে পৌরসভার পশ্চিমগাঁও এলাকার নুরুর রহমান (৬৮) নামে এক বৃদ্ধ ইন্তেকাল করেছেন।
তিনি আরও জানান, উপজেলায় এ পর্যন্ত সংগ্রহকৃত ৩২০৮টি নমুনার সবগুলোর রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৬৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি ২৫৩৯টি রিপোর্ট নেগেটিভ এসেছে। প্রকোপের শুরু থেকে এখানে করোনায় মৃত্যুবরণ করেছেন সর্বমোট ২৩ জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫২৮ জন। অন্য ১১৮ জনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম জানান, লাকসামে করোনা সংক্রমিত রোগী ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে, যা উদ্বেগজনক। সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। কারো মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত নমুনা দেয়ার পাশাপাশি হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করুন। রোগীদের আন্তরিকতাপূর্ণ চিকিৎসা সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বদা তৎপর বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত