গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাদের উভয়ের বাড়ি বেগমগঞ্জ উপজেলায়।
শনিবার রাতে নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে বেগমগঞ্জের ছয়জন ও সেনবাগের একজন রয়েছেন। আক্রান্তের হার তিন দশমিক ৮৩ শতাংশ।
নোয়াখালীতে আইসোলেশনে আছেন এক হাজার ৬৮৯ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ২৩ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১৮ জন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন