প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় কারফিউ জারি করেছে রাজ্য সরকার।
সোমবার স্থানীয় সময় সকাল ৫টা থেকে এই কারফিউ জারি করা হয়, যা আগামী ২৬ মে পর্যন্ত বলবৎ থাকবে।
পাশাপাশি আগরতলা পৌর নিগমের ৫, ২১ এবং ৪৬ নম্বর ওয়ার্ডে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় এই তিনটি ওয়ার্ডকে কন্টেইনমেন্ট জোন হিসেবে পশ্চিম জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।
কন্টেইনমেন্ট জোনের নিয়মানুসারে এই সব এলাকার মানুষ বাড়ি থেকে বের হতে পারবেন না এবং বাইরের লোকও এই সব এলাকায় প্রবেশ করতে পারবেন না। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে।
যেহেতু কন্টেইনমেন্ট এলাকার মানুষ এই সময় বাড়ি থেকে কাজের জন্য বের হতে পারবেন না তাই প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অবস্থা অনুসারে চাল, ডাল, ভোজ্যতেল, আলু, পেঁয়াজসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে।
আগরতলার পাশাপাশি উত্তর জেলার পানিসাগর নগর পঞ্চায়েত এবং ঊনকোটি জেলার কৈলাসহর পৌর পরিষদের কিছু কিছু এলাকায় কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম