গোটা ভারতের ন্যায় কাশ্মীরেও করোনা পরিস্থিতি তীব্রতর হচ্ছে। বর্তমানে জম্মু ও কাশ্মীরে ৫০ হাজারের বেশি সক্রিয় করোনা রোগী আছে। এমন পরিস্থিতিতে শ্রীনগরের তিনটি সিটি কমিউনিটি সেন্টারকে করোনা কেন্দ্র হিসেবে তৈরি করা হচ্ছে। হাসপাতালে রোগীদের ভিড় কমানোর উদ্দেশে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, এই কেন্দ্রগুলোকে করোনা হাসপাতালগুলো পর্যবেক্ষণ এবং পরিচালনা করবে। এই কমিউনিটি সেন্টারগুলি শ্রীনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) তত্ত্বাবধানে রয়েছে।
এসএমসির মেয়র জুনায়েদ আজিম মাট্টু জানান, এই কেন্দ্রে অক্সিজেন কনসেনট্রেটার, ওয়াশরুম, পাওয়ার ব্যাকআপ এবং ডাক্তার ও প্যারামেডিক্যাল কর্মীরা চব্বিশ ঘণ্টা উপস্থিত থাকবেন। বর্তমানে বাবা ডেম্ব এলাকার একটি কেন্দ্রের কাজ প্রায় শেষ হয়ে গেছে। কেন্দ্রটিতে চল্লিশটি বিছানা পাতা হয়েছে। কর্তৃপক্ষ আগামী দিনে অক্সিজেন সুবিধা নির্ধারণ করবে, ডাক্তার ও প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ করবে।
বিডি প্রতিদিন/তাফসির আব্দুল্লাহ