মাগুরায় ভারত ফেরত ৯৭ বাংলাদেশি নাগরিকের মধ্যে ৬৭ জনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, গত ৮ মে এবং ৯ মে রাতে ৯৭ বাংলাদেশি নাগরিক ভারতীয় ইমিগ্রেশন পার হয়ে বেনাপোল আসেন। যারা মাগুরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পরে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় তাদের প্রশাসনের মাধ্যমে মাগুরা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে।
স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের যৌথ উদ্যোগে শহরে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। হোটেলে অবস্থানরতদের গত ১৮ মে ৬৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর পাঠানো হয়। যাদের মধ্যে ৩ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত ৩ জনের মধ্যে পুরুষ দুইজন একজন নারী। তাদের বয়স ২৫ থেকে ৫০ বছর।
সিভিল সার্জন আরও জানান, আক্রান্তদের মাগুরা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। বাকিদের পরীক্ষার ফলাফল দ্রুত পাওয়া যাবে। তবে করোনা আক্রান্তদের শরীরে ভারতীয় ভেরিয়েন্ট আছে কি না, তা জানতে আরো ৪০ থেকে ৭২ ঘণ্টা লাগবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এমআই