ভারতে একদিনে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ২.৫৭ লাখ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ শনিবার এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
গত ৫ দিন ধরে ভারতে ৩ লাখের নিচে করোনা সংক্রমণ শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৯৪ জনের।
ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জনের। এর মধ্যে ২ কোটি ৩০ লাখ ৭০ হাজার ৩৬৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত করোনায় ভারতে মারা গেছে মোট ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জন। এখনো করোনায় আক্রান্ত মোট ২৯ লাখ ২৩ হাজার ৪০০ জন।
বিডি প্রতিদিন/ফারজানা