সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে চীনের সিনোফার্ম উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার তৃতীয় ডোজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
করোনা টিকার দ্বিতীয় টিকা নেওয়ার পরও যেসব ব্যক্তির শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি তাদের তৃতীয় ডোজ (বুস্টার শট) দেওয়া হবে।
মঙ্গলবার আরব আমিরাতের জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, ছয় মাস আগে দ্বিতীয় ডোজ নেওয়া ব্যক্তিরা তৃতীয় ডোজ নিতে পারবে।
এদিকে, বাহরাইনের করোনাভাইরাস মোকাবেলায় গঠিত জাতীয় মেডিকেল টাস্কফোর্স জানিয়েছে, তৃতীয় ডোজ নেওয়ার জন্য নিবন্ধন শুরু হয়েছে। ৫০ ঊর্ধ্ব, স্থুল, রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিংবা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা আছে এমন ব্যক্তিরা তৃতীয় ডোজ নিতে পারবে।
সূত্র : সিএনবিসি
বিডি প্রতিদিন/ফারজানা