চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার বাড়ছে। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৬৭ শতাংশেরও বেশি।
অপরদিকে, ভারতে আটকেপড়া সোনা মসজিদ চেকপোষ্ট দিয়ে আসা ৩৫ জনসহ ৪২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর সাত জনের দেহে করোনার ভারতীয় ধরন পাওয়া গেছে বলে স্বাস্থ্যবিভাগের একটি সূত্র জানিয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন, 'রামেক হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ১১২ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৭০ জনকে আইসলোশনে রাখা হয়েছে।' এজন্য তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, 'রাজশাহী’র পিসিআর ল্যাব থেকে বৃহস্পতিবার (২০ মে) রাতে ১১৮ জনের মধ্যে ৭৩ জনের দেহে এবং শুক্রবার (২১ মে) ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় তাদের বাড়িতে হোম কোয়ারোন্টিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া শুরু হয়েছে।'
সিভিল সার্জন আরও জানান, 'ঈদে স্বাস্থ্যবিধি না মেনে কেনাকাটা ও অবাধ চলাফেরার জন্যই সংক্রমণ বাড়ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'
এছাড়াও জেলার ২৫০ শয্যার হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৮ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত মোট ১২২৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং মারা গেছেন ২২ জন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির