দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ২২ জনের মৃত্যু হয়েছে করোনায়। আগের দিন যেখানে মৃত্যু ছিলো ১৭ জনের। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪৮০ জন। তবে দেশে শনাক্ত কমেছে, এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে আরও ১২৯২ জনের। আগের দিন করোনা শনাক্ত হয় ১৪৯৭ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জন।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত একদিনে সুস্থ হয়েছেন এক হাজার ২৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭ লাখ ৩৫ হাজার ১৫৭ জন।
বিডি-প্রতিদিন/শফিক