বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে একদিনেই তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিনজনই বৃদ্ধ। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭ জন।
মৃত ব্যক্তিরা হলেন- বগুড়া সদরের নামুজা এলাকার জামিল উদ্দিন (৬৫), জয়পুরহাট জেলার রুহুল আমিন (৬৬) এবং নওগাঁ জেলার রাঙ্গা চৌধুরী (৫৬)। এদের মধ্যে রুহুল আমিন ও রাঙ্গা চৌধুরী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং জামিল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান।
বৃহস্পতিবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় (২৬ মে) মোট ৭৫ টি নমুনার মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৭৫টি নমুনা পরীক্ষায় ৭জনের পজিটিভ হয়। নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে সদর উপজেলার ৬জন, অপর ব্যক্তি আদমদিঘী উপজেলার বাসিন্দা। বগুড়ায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হলো ১২ হাজার ২২৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হজার ৫৯১ জন। সরকারি হিসেবে মোট মৃত্যু হয়েছে ৩১২ জন’র। বর্তমনে চিকিৎসাধীন রয়েছে ৩১৯জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার