মালয়েশিয়ায় গত ২৪ ঘন্টায় ৭৮৫৭ জন সংক্রমিত হয়েছে এবং ৫৯ জন মারা গেছেন। কোভিড-১৯ সংক্রমণ গত তিন দিনে ৭ হাজার ছাড়িয়েছে এবং এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে দেশটিতে সরকার কঠোর এসওপি প্রয়োগের ঘোষণা দিয়েছে। এ প্রসঙ্গে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ বলেছেন, 'মহামারি সংক্রমণ রোধে লকডাউন অর্থনৈতিক মন্দার কারণ হতে পারে। তবে এটি মৃত্যুর চেয়ে অনেক ভালো।'
তিনি আরও বলেন, 'দুই দিন আগে অফিস থেকে ফেরার পথে দেখলাম প্রায় ২০ জন কর্মী শারীরিক দূরত্ব অনুসরণ না করে বাসের জন্য অপেক্ষা করছেন। কয়েকজন তাদের চিবুকের নিচে মাস্ক পরেছিলেন, যখন একজন বা দুইজনের মাস্কটি মোটেই না পড়ে থাকতে পারে এবং অন্যান্য কর্মক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা দিতে পারে, ফলে লোকেরা এসওপিগুলোকে উপেক্ষা করার কারণে সংক্রমণ বেড়ে যায়। এমনকি শপিংমলগুলোতেও পৃষ্ঠপোষকরা এসওপিগুলো অনুসরণ করছেন না।'
এছাড়াও ডা. মাহাথির বর্তমান এক মিটারের তুলনায় জনসমাগমের জায়গাগুলোতে দুই মিটার শারীরিক দূরত্বের নিয়ম প্রস্তাব করেছেন ।
বিডি প্রতিদিন / অন্তরা কবির