নাটোরের ৪টি উপজেলায় নতুন করে ৪৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নাটোর সদর উপজেলার ৩৯ জন, সিংড়ায় ৪ জন এবং বাগাতিপাড়া ও বড়াইগ্রামে একজন করে নতুন শনাক্ত হয়েছেন। নাটোরের সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান, মোট ১১০ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনকে করোনা পজেটিভ হিসেবে চিহ্নিত করা হয়। এ হিসেবে আক্রান্তের হার অনেক বেশি। এ নিয়ে জেলয় মোট করোনায় আক্রান্ত ১৭১৩ জন সুস্থ হয়েছেন ১৪৭৩ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের।
বিডি প্রতিদিন/আল আমীন