মৌলভীবাজারে সম্প্রতি করোনা শনাক্ত হওয়া ২৪ জনের মধ্যে ১২ জনই চাঁপাইনবাবগঞ্জ ফেরত ও তাদের পরিবারের সদস্য। গত শনিবার রাতে ও গতকাল রবিবার রাতে তাদের বাড়িতে কাজ করতেন এমন দুজনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
তিনি জানান, মৌলভীবাজার সদরের বড়কাপনে চাঁপাইনবাবগঞ্জ ফেরত আরও ৬৩ জন ও চাদনিগাটে আট জনের নমুনা সংগ্রহ করা হচ্ছে আজ। পরীক্ষার ফলাফল হাতে পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তাদের করোনা পজিটিভ হলে ভারতীয় ধরন শনাক্তে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) সঙ্গে যোগাযোগ করা হবে।
তিনি বলেন, ‘নতুন করে শনাক্তের মধ্যে রাজনগরে একজন, শ্রীমঙ্গলে ১৪ জন এবং ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নমুনা প্রদানকারীদের মধ্যে নয় জন আছেন। এই সময়ে পাঁচ জন সুস্থ হয়েছেন। কিছুদিন ধরে শনাক্তের হার ১০ থেকে ১৬ শতাংশের মধ্যে ওঠানামা করেছে।’
সিভিল সার্জন জানান, চাঁপাইনবাবগঞ্জের চার থেকে পাঁচটি পরিবার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান এলাকায় অবস্থান করে প্লাস্টিক পণ্যের ব্যবসা করেন। ঈদে তাদের ১২ জন বাড়ি গিয়ে সম্প্রতি ফিরেছেন। ফেরার পর ওই ১২ জনসহ তাদের পরিবারের ৩৪ সদস্যদের নমুনা পরীক্ষার করে ১২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ ফেরত ১২ জন ও তাদের পরিবারের সংক্রমিতরা করোনার ভারতীয় ধরন বহন করছেন কি না, তা জানতে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য লিখিতভাবে জানানো হবে।’
বিডি প্রতিদিন/আবু জাফর