করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত ভারত। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণ রোধে ভারতের সঙ্গে যাত্রীবাহী বিমান যোগাযোগ বন্ধ করে দেয় সংযুক্ত আরব আমিরাত। গত ২৪ এপ্রিল থেকে এ নিষেধাজ্ঞা চলছে। যা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
রবিবার (৩০ মে) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে আমিরাত এয়ারলাইন্স।
বিবৃতিতে বলা হয়েছে, গত ১৪ দিনের মধ্যে যে সব যাত্রী ভারতে ট্রানজিট করেছেন তারা অন্য কোনো পয়েন্ট দিয়েও সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করতে পারবেন না। তবে, আমিরাতের নাগরিক, গোল্ডেন রেসিডেন্সি ভিসাধারী এবং কূটনীতিকরা কোভিড-১৯ বিধিনিষেধ মেনে চলার শর্তে এ নিষেধাজ্ঞার বাহিরে থাকবে।
এর আগে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ পরিচালনা কর্তৃপক্ষ (এনসিইএমএ) এক ঘোষণায় জানিয়েছে, ভারত থেকে আগত সকল যাত্রীবাহী ফ্লাইট আগামী ১৪ জুন পর্যন্ত নিষিদ্ধ থাকবে।
এর মধ্যে আমিরাত এয়ারলাইন্স আলাদাভাবে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো। তবে দেশটির অন্য বিমান সংস্থা ইত্তিহাদ এয়ারওয়েজ এখনো সরকার নির্ধারিত ১৪ জুন পর্যন্তই মেনে চলছে।
সূত্র: খালিজ টাইমস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ