বাগেহাটের মোরেলগঞ্জে নতুন করে দুইটি পরিবারের ৫ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ ঘটনায় গতকাল রবিবার (৩০ মে) রাতে ও সোমবার (৩১ মে) দুপুর ২টায় ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে।
পৌরসভার মেয়র এসএম মনিরুল হক তালুকদার ও সদর ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ আলী ওই বাড়িগুলোতে লকডাউনের খবর নিশ্চিত করেছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, লকডাউন জারি করা বাড়িগুলোতে করোনা আক্রান্ত ও অপর সদস্যদের বর্তমান অবস্থা তদারকির জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ