গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় তিন হাজার ৩৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১ লাখ ১৯ হাজার ৪৮৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৮৯ হাজার ১৭৫ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ৮৩৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৪৪ হাজার ১০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৮৭ হাজার ১৩০ জন।
এর আগে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ১ লাখ ৩৪ হাজার জনের করোনা শনাক্ত হয়েছিল। একই সময়ে মারা যান ২ হাজার ৮৮৭ জন। গতকাল মৃত্যুর সংখ্যাটা কমে হয়েছিল ২ হাজার ৭১৩ জনে। এরপর একদিনে মৃত্যুর সংখ্যা আবার তিন হাজার পেরোলো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন