নাটোরে করোনাভাইরাস সংক্রমণের রেকর্ড হয়েছে গত দুইদিনে। মঙ্গলবার সংক্রমণের হার ৬২ শতাংশ। সোমবার সংক্রমণের হার ছিল ৬৭.৩০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ১ হাজার ৯৪০ জন।
আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৭২ জন। এছাড়া রামেক হাসপাতালে চিকিৎসাধীন একজন গতকাল মারা গেছেন। এখন পর্যন্ত নাটোরে করোনায় মৃত্যু হয়েছে ২৮ জনের।
এদিকে, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বুধবার থেকে ১৫ জুন পর্যন্ত নাটোর এবং সিংড়া পৌরসভায় সাতদিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল দিবাগত রাতে করোনা সংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই