খাগড়াছড়িতে সোমবার আরও ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন ২৪ জন। তার মধ্যে, করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন ১০ জন, উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৪ জন। এ নিয়ে খাগড়াছড়ি জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৯৪ জনে।
জেলার সিভিল সার্জন ড. নূপূর কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তিনি লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে সচেতন হওয়ার জন্য পরামর্শ দেন। জেলা প্রশাসন লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ