ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও আট রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন করোনায় আক্রান্ত এবং ছয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
তারা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সেলিনা বেগম (৬০), নান্দাইলের সুরুজ আলী (৭৫), সদরের সুফিয়া খাতুন (৭০), টাঙ্গাইলের মধুপুরের আবদুস সালাম (৫০), শেরপুরের মাসুদ আলী (৬০), ঈশ্বরগঞ্জের সুলেমা বেগম (৫৫), নেত্রকোনার পূর্বধলার শিউলি আক্তার (৪৫) এবং কেন্দুয়ার রুমালি মিয়া (৭০)।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনায় আক্রান্ত হয়ে সেলিনা বেগম এবং সুরুজ আলী মারা যান। আর বাকিরা উপসর্গ নিয়ে করোনা ইউনিটে ভর্তি ছিলেন। রোববার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা মধ্যে তারা মৃত্যুবরণ করেন।
তিনি আরও বলেন, সোমবার দুপুর পর্যন্ত করোনা ওয়ার্ডের আইসিইউয়ে ১৩ টি আসনের বিপরীতে রোগী ভর্তি আছে ১২ জন। আর ২১০ টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে রোগী ভর্তি ১৯৩ জন।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৮৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ১৭ দশমিক ৮৬ শতাংশ। বর্তমানে জেলায় ৭৩১ জন হোম আইসোলেশনে এবং ২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার