দিনাজপুরে করোনায় শনাক্ত বৃদ্ধির পাশাপাশি বেড়েছে মৃত্যুও। দিনাজপুর সদরে চলমান লকডাউনে গত ২৪ ঘন্টায় সদরে করোনায় আরও ৩জনের মৃত্যু হয়েছে এবং করোনা উপসর্গ নিয়েও ৩ জনের মৃত্যু হয়। একই সময়ে সদরেই ১৮০ জনের নমুনা পরীক্ষায় ৯৭ জন করোনা পজিটিভ শনাক্ত। আক্রান্তের হার ৫৩.৮৯ শতাংশ। এনিয়ে বর্তমানে সদরেই আক্রান্ত ১১৮৩ জন।
অপরদিকে, দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা ১৬৫ জ।ে গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় ৪০৩টি নমুনা পরীক্ষায় ১৭৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪.১৬ শতাংশ। তবে একই সময়ে আক্রান্ত ৩৭ জন রোগী সুস্থ হয়েছে। বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত ১৯০৭ জন। রবিবার দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন