করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে খুলনা জেলা ও মহানগরীতে চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। খুলনার নবাগত জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা ও মহানগর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক বলেন, গত ২২ জুন থেকে দেওয়া এক সপ্তাহের লকডাউনের সময়সীমা সোমবার (২৮ জুন) মধ্যরাতে শেষ হচ্ছে। করোনা নিয়ন্ত্রণে আনতে চলমান কঠোর লকডাউনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় আগের সকল নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এবং তা’ আরও কঠোরভাবে কার্যকর করা হবে। পাশাপাশি কর্মহীন মানুষের ঘরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় খাদ্য পৌছানো হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ