রাশিয়ায় মাত্র ১৪ শতাংশ মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন। এই অবস্থায় সেদেশে করোনার তৃতীয় ঢেউ মারাত্মক আকার নিতে পারে।
এদিকে, রবিবার রাজধানী মস্কোতে একদিনে মারা গেছেন ১৪৪ জন। করোনা শুরু হওয়ার পর এটাই একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড। তারপরই প্রশ্ন উঠেছে, রাশিয়ায় করোনার তৃতীয় ঢেউ কি আসতে চলেছে।
সেন্ট পিটার্সবার্গেও করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। সেন্ট পিটার্সবার্গে ইউরোর খেলাও হচ্ছে। শুক্রবার সেখানে কোয়ার্টার ফাইনালের খেলা আছে। স্টেডিয়ামে সমর্থকের সংখ্যা বেধে দেয়া হয়েছে। তারপরেও সেখানে ২৬ হাজার দর্শক মাঠে থাকবে বলে মনে করা হচ্ছে।
রাশিয়ার সরকারি কর্মকর্তাদের বক্তব্য, জুনের মাঝামঝি থেকে রাশিয়ায় করোনার প্রকোপ বাড়ছে ডেল্টা ভাইরাসের জন্য। এই ভারতীয় প্রজাতির ভাইরাস দ্রুত ছড়ায়।
ইউরোপের অবস্থা
লুক্সেমবার্গের প্রধানমন্ত্রীর করোনা হয়েছে। তিনি নিজেকে নিভৃতবাসে রখেছেন। তিনি ভ্যাকসিনের একটা ডোজ নিয়েছিলেন।
জার্মানির গ্রিন পার্টির এক পার্লামেন্ট সদস্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন, ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমানো হোক। তার মতে, ডেল্টা ভাইরাসকে ঠেকাতে এই পদক্ষেপ দরকার।
ফ্রান্সে এখন এক হাজার ৩৪৫ জন করোনায় আক্রান্ত হয়ে আইসিইউ’তে আছেন। তবে যুক্তরাজ্যে এখনো বিনোদনের জায়গাগুলিকে বন্ধ রাখার প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। লকডাউনের সময় নাইটক্লাবগুলি বন্ধ ছিল। রবিবার কয়েকশ’ মানুষ রাস্তায় নেমে মিছিল করেছেন। তাদের দাবি, অবিলম্বে এই সব বিধিনিষেধ তুলে নিতে হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন