সীমান্ত জেলা মৌলভীবাজারে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে আরো ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৪৬ শতাংশ।
মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধূরী জালাল উদ্দিন মূর্শেদ জানান, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাব থেকে গত রবিবার রাতে এ জেলায় ৪৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। জেলার সাতটি উপজেলা থেকে ১০২ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষায় জন্য পাঠানো হয়েছিল।
নতুন আক্রান্ত ৪৭ জনের মধ্যে শ্রীমঙ্গলের ৫ জন, রাজনগরের ৫ জন, কুলাউড়ার ৪ জন, বড়লেখার ২ জন, কমলগঞ্জের ১ জন ও জুড়ীর ৭ জন। এছাড়া মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল থেকে শনাক্ত ২৩ জন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন