মুন্সীগঞ্জে নতুন করে আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৫৮ জন।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৮২৭ জন। আর মৃতের সংখ্যা ৭২ জন।
গত ২৪ ঘণ্টায় ২২ জনের করোনার রিপোর্ট আসে। এতে আটজনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয় বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই