গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উপজেলায় গত ২৪ ঘন্টায় ৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৯ জনের করোনা পজেটিভ হয়েছে।
এই নিয়ে শনাক্ত হয়েছে ১২৯৩ জন এবং ১১৭৩ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৯ জন।
বিডি প্রতিদিন/আল আমীন