বাগেরহাটের মোরেলগঞ্জে করোনাভাইরাসে এক কলেজ অধ্যক্ষের মৃত্যু হয়েছে। অধ্যক্ষ আব্দুল আহাদ টিপু আজ সোমবার সন্ধা সাড়ে ৬টায় ঢাকা বঙ্গবন্ধুমেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি করোনা পজেটিভ ছিলেন। তার বড় ভাই আব্দুল মজিদ জব্বার এ খবর নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর।
আব্দুল আহাদ টিপু স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তানসহ বহু স্বজন, শুভাকাঙ্খী রেখে গেছেন। তিনি মোরেলগঞ্জের সন্নাসী এআর খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স ডিগ্রী লাভ করেন।
টিপু ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন ও পরে মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯৯ সালে তিনি এআর খান ডিগ্রী কলেজে প্রভাষক পদে যোগদান করেন। ২০১৬ সালে অধ্যক্ষ পদে নিযুক্ত হন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে মোরেলগঞ্জে।
বিডি প্রতিদিন/আল আমীন