নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় (সোমবার) আরও ৩৪ জন নতুন শনাক্ত। তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১১ জন নারী।
এর মধ্যে ময়মনসিংহ ল্যাবে ১০টি নমুনা পরীক্ষা করা হলে শনাক্ত হয়েছে চারজন।
জেলায় Gene-Xpert Covid-19 Test টেস্ট করা হয়েছে ৪ জনের। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১ জন।
জেলায় COVID-19 Rapid Antigen Test টেস্ট করা হয়েছে ৬৬ জনের। এর মধ্যে শনাক্ত হয়েছে ২৯ জনের।
মোট ৩৪ জন শনাক্তের মধ্যে সদর উপজেলায় ১২ জন, কলমাকান্দায় ৫ জন, দুর্গাপুরে ৭ জন, মোহনগঞ্জে ৪ জন, বারহাট্টায় ২ জন, পুর্বধলায় ১ জন ও আটপাড়ায় ৩ জন।
বিডি প্রতিদিন/কালাম