পাবনায় আবারও রেকর্ড ভেঙেছে করোনা শনাক্তের সংখ্যা। গত দুবছরের মধ্যে বুধবার সর্বোচ্চ ১৭৭ জন শনাক্তের পরদিনই ভেঙেছে সংক্রমণের রেকর্ড। একদিন পরই বৃহস্পতিবার জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৯২ জনের শরীরে।
পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর জানান, জেলায় ১২১০ জনের নমুনা পরীক্ষায় নতুন ১৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটিই পাবনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।
এদিকে, সকাল থেকে লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। এ সময় তিনি অযৌক্তিক কারণে বের হওয়া মানুষদের সতর্ক করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, জরুরী প্রয়োজন ছাড়া বের হলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। আমরা সতর্ক করেছি, এরপরও আইন অমান্য করলে গ্রেফতার করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন