গাজীপুরের টঙ্গীতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। অনেকেই করোনা উপসর্গ নিয়ে টঙ্গীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। আবার অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানলে এর ভয়াবহতা আরো বৃদ্ধির শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসাবিদরা।
সরেজমিন ঘুরে জানা যায়, টঙ্গীতে দিন দিন বেড়েই চলছে করোনা রোগী। করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হচ্ছেন রোগী। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ২০ বেডের করোনা ওয়ার্ড রয়েছে। ঠান্ডা, জ্বর, সর্দি ও শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন। আবার অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি একটি সংস্থার মাধ্যমে করোনা পরীক্ষা করা হচ্ছে।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. পারভেজ হোসেন বলেন, আমাদের হাসপাতালে করোনা সন্দেহে ২৪ জন ভর্তি আছেন। এছাড়া করোনা পজিটিভ হয়ে ৬ জন চিকিৎসাধীন।
টঙ্গী ২৫০ শয্যা বিশিষ্ট শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, দিনদিন করোনা রোগী বাড়ছে। আমাদের এখানে ১০ জন ভর্তি ছিলেন। বৃহস্পতিবার চারজন সুস্থ হয়ে চলে গেছেন। আমাদের এখানে করোনা ওয়ার্ডে চিকিৎসক ও অক্সিজেনসহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
বিডি প্রতিদিন/এমআই