খাগড়াছড়িতে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। চলতি মাসে ৪০৫টি নমুনা পরীক্ষায় ১৪৩ জনের করোনা শনাক্ত হয়। এরপরও জনসাধারণের মাঝে কোনো সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও নানা অজুহাতে মানুষ হাট-বাজারে ঘোরাফেরা করছে। সড়কে বেড়েছে গণপরিবহনও। স্বাস্থ্যবিধি না মানায় লকডাউনের গত ৩ দিনে ৩৬২ জনকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১৫ ব্যক্তিকে সূর্যাস্ত পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়েছে।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, আজ রবিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাব থেকে খাগড়াছড়ির ১৬৫টি নমুনায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়। হাসপাতালে ৩১ জন রোগী ভর্তি রয়েছেন। ভর্তি রোগীদের বেশীর ভাগেরই অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হচ্ছে।
খাগড়াছড়ির নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসু দেব মালু জানান, লকডাউনে যারা স্বাস্থ্যবিধি মানছে না তাদের দণ্ডবিধি অনুসারে সাজা দেয়া হচ্ছে।
খাগড়াছড়ি জেলায় এ পর্যন্ত মোট ১ হাজার ৩০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর